Skip to main content

Posts

Showing posts from September, 2021

প্রতিবার কম্পিউটার চালু করার পর দিন তারিখ পাল্টে যায়। সমাধান কি?

    খুব সোজা!  আপনার পিসির Moatherboard এর ব্যাটারী যেটা CMOS Battery নামে পরিচিত সেটার কার্যকারীতা নষ্ট হয়ে গেলে এমনটা হয়। সমাধান হল এই ব্যাটারীটা বদলে ফেলা। ব্যাটারী দূর্বল হয়ে গেলে সেটা আপনার পিসির দিন তারিখ সংরক্ষণ করে রাখতে পারেনা। যার ফলে পিসি বন্ধ করার পর পুনরায় চালু করলে দিন তারিখ Reset হয়ে যায়।  কোথায় পাব?  সাধারণত কম্পিউটারের পার্টস বিক্রি করে এ জাতীয় দোকানে এসব ব্যাটারী পেতে পারেন। কিন্তু সবাই এটা না ও রাখতে পারে। তবে বড় দোকানগুলোতে অবশ্যই থাকার কথা। এছাড়াও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। তবে অনলাইন থেকে নিলে অবশ্যই Evally কিংবা eorange এর মত কোন প্রতিষ্ঠানের খপ্পরে না পরাই ভাল। নিজে দোকান থেকে দেখে শুনে কেনাটাই উত্তম। দাম কত? এবার আসা যাক আসল কথায়। দাম খুব বেশি না। একটা সময় 15/20 টাকাতেই পাওয়া যেত CMOS Battery. কিন্তু এখন হয়তো আর সেই দিন নেই। কমে পেলে ভাল। আর না পেলে 40/50 টাকার মধ্যেই কিনে ফেলতে পারবেন। কিন্তু দোকানী যদি বেশি বাটপার হয় তাহলে আপনার কাছ থেকে 100/120 চাইতে পারে। সেক্ষেত্রে ছোটখাট একটা ঝাড়ী দিবেন। বলবেন এই জিনিস যায়গামত গেলে 20 টাকায় ও পাওয়া যায়। আপনি কত রাখত